গাজী মাহমুদ পারভেজ।।
গজারিয়ায় প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম।
সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হক, উপজেলা মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক যুবদল নেতা আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জসিম, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন এবং তাদের আগামীর পথচলায় সাফল্য কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন, “তোমাদের এই কৃতিত্ব শুধু তোমাদের নয়, এটি গজারিয়া উপজেলারও গর্ব। ভবিষ্যতেও তোমরা যেন দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারো, সেই প্রত্যাশা করি।”
সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা বলেন, “শুধু জিপিএ-৫ নয়, একজন ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা যেন নৈতিকতা ও আদর্শ নিয়ে গড়ে ওঠো, সেটাই আমাদের কামনা।”
আকম মোজাম্মেল হক বলেন, “দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষিত, যোগ্য ও সচেতন প্রজন্ম। এই কৃতি শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব দেবে।"
আলহাজ্ব মজিবুর রহমান বলেন, “আমরা চাই গজারিয়ার প্রতিটি শিক্ষার্থী সাফল্যের শিখরে উঠুক। আমাদের এসোসিয়েশন সবসময় শিক্ষার উন্নয়নে পাশে থাকবে।”
সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী একজন শিক্ষার্থী বলেন,“আজকের এই সংবর্ধনা আমাদের জন্য দারুণ অনুপ্রেরণাদায়ক। আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”