প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2025 ইং
বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মা-ছেলে আটক

আব্দুল মতিন মুন্সী।।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথবাহিনীর অভিযানে মা ও ছেলেকে মাদকসহ আটক করা হয়েছে।
২৮ জুলাই সোমবার ভোরের দিকে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজাপুর এলাকার বিল্লাল মোল্যা ও তার পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরের দিকে যৌথবাহিনী তাদের বাড়িতে অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বিল্লাল মোল্যা পালিয়ে গেলেও তার স্ত্রী ইয়াসমিন বেগম (৫০) এবং ছেলে সাকিব মোল্যাকে (১৮) আটক করা হয়।
পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা, ১৩০ গ্রাম গাঁজা, দুটি পালসার মোটরসাইকেল, তিনটি দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এই ঘটনায় বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের সোমবার দুপুরে আদালতে চালান করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।