প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2025 ইং
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক চক্রের দুই সদস্য আটক

আবদুর রহিম ইসলাম রনি।।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের নারিকেল তলা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— রংপুর সেন্ট্রাল রোডের আব্দুস সাত্তারের ছেলে মুশফিক (৩৫) এবং পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার নারিকেল তলা এলাকার আলিম উদ্দিন সরকারের ছেলে খলিলুর রহমান (৫৫)।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি চাকরি দেওয়ার আশ্বাস, জমি-জমা সংক্রান্ত মামলার নিষ্পত্তি ও প্রভাব খাটানোর কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল। সোমবার বিকেলে চাকরির প্রলোভন দেখিয়ে খলিলুর রহমান ও মুশফিক ভুয়া ডিবি পরিচয়ে ওই গ্রামের সাইফুর রহমানের বাড়িতে যান এবং তার স্ত্রী মিনারা খাতুনের কাছে চাকরির নামে ২ লাখ টাকা দাবি করেন। এমনকি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষরেরও চাপ দেন।
তাদের সন্দেহজনক আচরণে মিনারা তার স্বামীকে খবর দেন এবং প্রতিবেশীদের জানান। পরে স্থানীয়রা ধাওয়া করে নদের পাড় থেকে দুজনকেই আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, মুশফিক এর আগেও রংপুরে পুলিশের পোশাক পরে উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণার সময় র্যাবের হাতে আটক হয়েছিলেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের সহযোগিতায় দুই প্রতারককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।