মোঃ নুরুল ইসলাম।।
লালমোহন ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে “জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।গত ২৬জূলাই বিকেলে ফুলবাগিচা বাজার হাইস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন লালমোহন উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক কমিটির সম্মানিত সভাপতি জনাব মো: আবুল হাসান।
টুর্নামেন্টের বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোর্শেদুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সহ উপদেষ্টা মাওলানা এছহাক, পরিচালক জহিরুল ইসলাম, সহ পরিচালক আব্বাস উদ্দিন হাসনাইন ও রাকিবুল ইসলাম সিকদার।
উদ্বোধনী দিনে খেলার মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও শত শত দর্শকের উপস্থিতিতে প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।
টুর্নামেন্টে লালমোহন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি থেকে একটি করে দল অংশগ্রহণ করবেন। প্রতিটি দলের মধ্যকার খেলা শেষে সর্বশেষ একটি জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হাসান বলেন, “এ ধরনের আয়োজন গ্রামীণ পর্যায়ে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করে এবং নতুন প্রতিভা গড়ে উঠার সুযোগ সৃষ্টি করে। যুব সমাজকে সঠিক পথে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে নিয়মিত খেলাধুলা।”
বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম চৌধুরী জানান, খেলাগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই কাজ করছেন তারা। এছাড়াও তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
টুর্নামেন্ট চলাকালীন খেলা জমজমাটভাবে উপভোগ করছেন স্থানীয় দর্শকরা। আয়োজকেরা জানান, আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।