আহমেদ কবির।।
সম্প্রতি মৌলভীবাজারে অনুষ্ঠিতব্য এনসিপি'র জুলাই পদযাত্রায় এনসিপি নেতা প্রীতম দাস, রাজনগর, মৌলভীবাজার শ্রীমঙ্গলের আহত জুলাই যোদ্ধা, এনসিপির স্থানীয় নেতা কর্মী ও সাধারণ জনতার সাথে অশুভন আচরণ করছেন বলে অভিযোগ উঠছে।
জুলাই যোদ্ধা সালেহ আহমদ ক্ষোভ জানিয়ে, প্রীতম দাসের সাথে কিছুদিন আগের একটি কথাপকথন স্ক্রিনশটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।
তিনি বলেন, প্রীতম দাস আমাকে বললেন ‘এই তোমাদের বয়স কত হইছে? তোমরা রাজনীতির কীইবা বুঝো? আমাদের উপদেশ দিতে আসছো! বুঝো না কার সাথে কীভাবে কথা বলতে হয়!’
এরকম অনেক কথাই তিনি বললেন। অথচ আমি যা বোঝাতে চেয়েছিলাম, সেটার দিকে তিনি কানই দিলেন না। আমি ঠিকভাবে কথাও শুরু করতে পারিনি, দু’একটা শব্দ বলার আগেই তিনি রেগে গিয়ে একের পর এক কথায় আমাকে বকাঝকা করতে থাকেন।
তার এই অবিবেচক ও তাচ্ছিল্যমূলক ব্যবহার আমাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে। আমি কোনো ভুল না করেও শুধুমাত্র নিজের অধিকারবোধ থেকে কথা বলতে গিয়ে এমন আচরণের শিকার হলাম। আমার চোখ মুছতেও পারিনি, চোখ বেয়ে শুধু পানি পড়ে যাচ্ছিল।
আমার বক্তব্যে যুক্তি ছিল, আমি রাইট ছিলাম। কিন্তু তারপরও তিনি আমাকে কথা বলার সুযোগ না দিয়ে যেভাবে অপমান করলেন, তা গভীরভাবে আঘাত করেছে আমাকে।