পাকুন্দিয়া প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে মাঠপর্যায়ে শুরু হয়েছে তৃণমূল পর্যায়ের প্রচার কার্যক্রম। এরই অংশ হিসেবে পাকুন্দিয়া-কটিয়াদি (কিশোরগঞ্জ-২) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী আন্দোলনের বর্ষীয়ান নেতা আলহাজ্ব আহমেদ ফারুক খোকন চারটি ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন।
তিনি সম্প্রতি পাকুন্দিয়া উপজেলার জাংঙ্গালীয়া, পাটুয়াভাঙ্গা, বুরুদিয়া ও চরফরাদী ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা তুলে ধরেন।
আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা ৯০-এর দশকে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ছিলেন পাকুন্দিয়া উপজেলা ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক, সাবেক জিএস ও সহ-সভাপতি পাকুন্দিয়া উপজেলা ছাত্রদল, সাবেক সভাপতি যুবদল এবং সাবেক যুগ্ম আহবায়ক পাকুন্দিয়া উপজেলা বিএনপি।
লিফলেট বিতরণকালে আহমেদ ফারুক খোকন বলেন,
"বর্তমান সরকারের চরম ব্যর্থতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পতন, আইনের শাসনের অনুপস্থিতি এবং জনগণের মৌলিক অধিকার হরণ আজ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা হচ্ছে একটি যুগোপযোগী ও বাস্তবধর্মী রূপরেখা। এই বার্তা ঘরে ঘরে পৌঁছাতে হবে।"
তিনি আরও বলেন,
"জনগণের আস্থা ফেরাতে এবং সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই প্রচার চালিয়ে যেতে হবে। একমাত্র রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব।"
সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চারটি ইউনিয়নের গ্রামেগঞ্জে ব্যাপক সাড়া ফেলেছে এই কর্মসূচি।
এই উদ্যোগ পাকুন্দিয়া-কটিয়াদি আসনে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।