প্রিন্ট এর তারিখঃ Aug 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2025 ইং
সাবেক সচিব যোগ দিলেন বিএনপিতে,মনোনয়ন চাইবেন কালাই-ক্ষেতলাল-আক্কেলপুরের

জিল্লুর রহমান।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, প্রাক্তন জেলা প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোঃ আব্দুল বারী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বিএনপির মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপি তে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব বিজন কান্তি সরকার, চেয়ারপারসনের একান্ত সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপির নেত্রী ব্যারিস্টার পুতুল।
জয়পুরহাট ০২ আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের সংসদ সদস্য প্রার্থী হিসেবে তিনি বেশ কিছুদিন যাবৎ এলাকায় প্রচারণা চালিয়ে আসছেন।অনেকের প্রত্যাশা একজন সৎ, সাহসী ও অভিজ্ঞ প্রশাসক হিসেবে তার বিএনপিতে যোগদান গণতন্ত্র, সুশাসন ও এলাকার উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।