সাইফুজ্জামান।।
জাতীয় ঐক্যের ভিত্তি তৈরির আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যাদের ত্যাগ ও কোরবানির বিনিময়ে ফ্যাসিবাদীদের পতন হয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা তাদের স্মরণ করব এবং তাদের কল্যাণে কাজ করব।”
শনিবার (১৯ জুলাই) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের আরেকটি লড়াই করতে হবে। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। জামায়াতের এমপিরা রাষ্ট্রীয় কোনো সুবিধা গ্রহণ করবেন না। শাপলা চত্বর, পিলখানা, ২৪-এর গণহত্যাসহ সব ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।”
সাত দফা দাবিতে আয়োজিত এ জাতীয় সমাবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, মৌলিক সংস্কার, প্রবাসীদের ভোটাধিকার, জুলাই সনদ বাস্তবায়ন এবং শহীদদের পরিবারের পুনর্বাসনের দাবি জানানো হয়। সমাবেশে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সমাবেশে অংশ নিতে এসে খুলনা, পাবনা ও রংপুর জেলার তিনজন নেতাকর্মী মারা যান। জামায়াত আমির তাদের রূহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেন। তিনি আরও জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি পুরো বক্তব্য দিতে পারেননি।
বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় দলের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, এনসিপি, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা জামায়াতের সাত দফা দাবির প্রতি সমর্থন জানান।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ড. হামিদুর রহমান আযাদ, মো. সেলিম উদ্দিন, অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশ বাস্তবায়নে সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।