সানজিদুল হক।।
বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার সুরুলিয়া ইউনিয়ন বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য ফরম নবায়নের মধ্য দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হয়েছে। তৃণমূল পর্যায়ে এই সাংগঠনিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের অগ্রাধিকার
সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রাশিদুল হক (রাজু) বলেন,
“৯টি ওয়ার্ডভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যারা সত্যিকার অর্থে ত্যাগী ও পরীক্ষিত কর্মী এবং দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন, কেবল তাদেরই নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সাবেক সভাপতি ও সেক্রেটারিরা নিরলস পরিশ্রম করে এই কাজ সম্পন্ন করেছেন।”
সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে বিএনপি
ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ও সার্চ কমিটি তত্ত্বাবধানে এই নবায়ন কার্যক্রম চলছে। দলীয় সূত্রে জানা গেছে, নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো কর্মীদের পুনরায় সক্রিয় করার মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ সুরুলিয়া ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত করে তুলবে।
৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের অঙ্গীকার
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব বলেন,
“আমরা দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। তৃণমূলের প্রতিটি কর্মীকে সক্রিয় করে ৩১ দফা বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।”
রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল পর্যায়ের এই সাংগঠনিক তৎপরতা বিএনপিকে স্থানীয়ভাবে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে এবং জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।