এস এম শাহাদাত।।
সাতক্ষীরার জেলার পাঁচটি উপজেলা মধ্যে কালিগঞ্জ ও কিশোরদের জীবন দক্ষতা ও সুস্থ থাকার কৌশল উন্নয়নের লক্ষ্যে ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।বুধবার (১৬ জুলাই) সকাল ৯ টা থেকে উপজেলার দক্ষিণ শ্রীপুর মথেরেশপুর ও ভাড়া শিমলা ইউনিয়নের বিভিন্ন স্কুল মাঠে ব্রেকিং দ্য সাইলেন্স’ এর আয়োজনে এবং TDH (টিডিএইচ)-এর সহযোগিতায় ফুটবল খেলার কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা পর্যায়ের কো-অর্ডিনেটর আহকাম সাইফুল্লাহ। এ সময় তিনি বলেন,কালিগঞ্জ উপজেলায় ৫৪০ জন কিশোর-কিশোরী এতে অংশ গ্রহন করে এবং এই জীবন দক্ষতা মূলক কার্যক্রম ১লা জুন ২০২৫ হতে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত এবছরের সেশন পরিচালনা হবে। পাঁচটি উপজেলায় মোট ২৭০০ শ কিশোর-কিশোরী অংশগ্রহণ করেছে।শিশু কিশোরদের শারীরিক সুস্থতা ও মানসিক স্থিতির জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। ফুটবল খেলাকে ঘিরে তাদের মাঝে দলবদ্ধ নেতৃত্বগুণ আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ তৈরি হয়। আমাদের লক্ষ্য তরুণদের এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে। এই উদ্যোগ স্থানীয় কিশোরদের মধ্যে ইতিবাচক সামাজিক মূল্যবোধ, সম্মানবোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আয়োজকরা আশা করছেন। সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলায় চলমান এই কর্মসূচি স্থানীয় কিশোরদের ক্ষমতায়ন ও সুরক্ষিত পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।