মোঃ ফরমান উল্লাহ।।
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও কুলিয়ারচর বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী মো. বাচ্চু মিয়া আর নেই।
মঙ্গলবার (১৫জুলাই) বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬০বছর।
তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মোঃ শরীফুল আলম সিআইপি, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত,কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, হাজী মো
শাহাদাত হোসেন শাহ্ আলম প্রমুখ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।