প্রিন্ট এর তারিখঃ Jul 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 9, 2025 ইং
চাঞ্চল্যকর ময়না হত্যাকাণ্ড: ইমাম ৩ দিন, মোয়াজ্জেম ২ দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার হওয়া মসজিদের ইমাম ও মোয়াজ্জেমের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল আলম ইমাম হামিদুল ইসলামকে ৩ দিন এবং মোয়াজ্জেম সাইদুল ইসলামকে ২ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেন।
শুনানিকালে বাদীপক্ষের পক্ষে আইনজীবী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের আইনজীবী এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। তিনি জানান, শিশু ময়না হত্যায় দায়ীদের বিচার নিশ্চিত করতে তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তার ভাষায়, “শিশুটির পরিবারের ন্যায়বিচার পাওয়ার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। আজ আদালতে আমরা বিস্তারিতভাবে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং বিজ্ঞ বিচারক ইমাম এবং মোয়াজ্জেমের রিমান্ড মঞ্জুর করেছেন। আশা করছি, খুব শিগগিরই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে।”
প্রসঙ্গত, গত ৬ জুলাই নিখোঁজ হওয়ার একদিন পর শাহবাজপুর গ্রামের স্থানীয় মসজিদের দোতলা থেকে মাইমুনা আক্তার ময়নার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, ময়না হত্যাকাণ্ডের তদন্ত চলমান রয়েছে এবং খুব দ্রুতই হত্যাকাণ্ডের পুরো রহস্য উন্মোচিত হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।