বিদেশের মাটিতেও প্রতিভার স্বাক্ষর রাখছে দেশের তরুণ আবুল কাশেম মিয়া।
দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও প্রতিভার স্বাক্ষর রাখছেন বাংলাদেশি এই তরুন।দূর প্রবাসে গিয়ে অনেকেই নিজ প্রতিভায় সমুজ্জ্বল করছেন দেশের নাম,তেমনই একজন রাজবাড়ীর জেলার উদয়পুর গ্রামের সন্তান আবুল কাশেম মিয়া।নেদারল্যান্ডসএ গিয়েও যিনি ভুলে যাননি নিজের সামাজিক কাজ।দেশের মতোই নেদারল্যান্ডস গিয়েও নিজের প্রতিভা তুলে ধরেছেন ভীনদেশীে সামনে।ইউরোপের মানুষের কাছে মেলে ধরছেন নিজের দেশকে।
বিদেশে গিয়েছেন একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে , বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা,নিজের কাজের পাশাপাশি ইউরোপের সৌন্দর্য বৃদ্ধিতে ইউরোপীয়ানদের সাথে সামজিক কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। নেদারল্যান্ডস এর জনপ্রিয় পত্রিকা দি ডেইলিগ্রাফ সহ বেশকয়েকটি পত্রিকায় এসেছে তার সামাজিক কাজের নিউজও।তিনি বলেন, ‘নিজ দেশের তুলনা কখনই হয় না, কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে এসে একটা ভিন্ন অভিজ্ঞতা অর্জন হয়েছে। সেটা হলো, এখানে বিশ্বের অনেক দেশের ছেলেমেয়ের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। বিদেশিদের সঙ্গে মিশে একদিকে যেমন বিদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি, অন্যদিকে আমার দেশের সংস্কৃতির সঙ্গেও তাদের পরিচিত করতে পারছি। এতে আমার বিশাল একটা অভিজ্ঞতা যোগ হয়েছে। বাংলাদেশে থাকলে এই অভিজ্ঞতা অর্জন হতো না।’
তিনি বলেন, ‘দেশকে অনেক বেশি মনে পড়ে, প্রবাস জীবন যতই মধুর হোক না কেন, নিজ দেশে থাকার শান্তি কোথাও খুঁজে পাওয়া সম্ভব না।’