বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন- নামাজের মাধ্যমে চরিত্র গঠন করে স্টাফদেরকেও দায়ী ইলাল্লাহ’র ভূমিকা পালন করতে হবে। অফিসের স্টাফদেরকে ইসলামী আন্দোলন সম্পর্কে জানা এবং মাঠে-ময়দানে ভূমিকা পালন করতে হবে।
শনিবার( ৫ জুলাই) সকালে দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত মহানগরীর জামায়াতের স্টাফদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আল-কোরআনের শিক্ষা আলোচনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং চট্টগ্রাম-১০ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আমির হোছাইন, হামেদ হাসান ইলাহী, এম এ মতিন।
উক্ত মতবিনিময় সভায় স্টাফদের মধ্যে বক্তব্য রাখেন, জসিম উদ্দীন, দিদারুল ইসলাম, মোহাম্মদ আলম, জাকের হোসেন, মুহাম্মদ শরীফ, সিরাজুল ইসলাম, বদর উদ্দীন, মকবুল আহমদ, কামাল উদ্দিন, গোলাম মোয়াজ্জেম, মোহাম্মদ ইব্রাহিম ও মুহাম্মদ সেলিম প্রমুখ।
নেতৃবৃন্দ আরও বলেন, আমরা নিজেরা নামাজি হবো এবং পরিবার-পরিজনদেরও নামাজ পড়ার তাগিদ দেবো। আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং আমাদের পরিবারদেরকেও বাঁচাতে হবে। সন্তানদের নামাজি বানানো পিতা-মাতার দায়িত্ব এবং কর্তব্য। প্রত্যেক প্রাণীকে তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তায়ালার কাছে জবাবদিহি করতে হবে এবং অর্জিত সম্পদ সম্পর্কে জিজ্ঞেসাবাদ করা হবে।