বন্যা, খরা, জলোচ্ছ্বাস ও বৃক্ষনিধনের কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে — এ বিপর্যয় রোধে এবং সবুজ মেহেরপুর গড়ার লক্ষ্যে C.F.H. (Come For Humanity) বিগত বছর গুলোরমত, চলতি বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন ২০২৫ শুরু করেছে।
সি.এফ.এইচ এর প্রধান সমন্বয়ক, বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক ও সংগঠক জনাব মামুনুর রশিদ বিজন বলেন, “প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায়, তবে মেহেরপুর তথা সারাদেশে সবুজে ভরিয়ে তোলা সম্ভব। গাছ আমাদের জীবন বাঁচায়, পরিবেশকে রক্ষা করে। তাই ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, খোলা মাঠ বা নিজ বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাই।”
সংগঠনটির সমন্বয়ক (সার্বিক) ও সাংবাদিক কায়েস মাহমুদ বলেন, “সবুজের কোনো বিকল্প নেই। আমরা চাই, এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষ শুধু গাছ লাগাবে না, গাছের যত্নও নেবে। একদিন মেহেরপুর হবে দেশের একটি দৃষ্টান্তমূলক সবুজ জেলা।”
এই উদ্যোগের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে চারা বিতরণ, সচেতনতামূলক সভা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। পরিবেশবিদরা বলছেন, এমন সামাজিক বনায়ন উদ্যোগ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।